Facebook Hacking App
আসসালমুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় ফেসবুক হ্যাকিং অ্যাপ নিয়ে।
কে না চায় একজন ফেসবুক হাকার হতে। সবাই চায় মানুষ তাকে হ্যাকার বলে চিনবে। আর আপনি যদি প্রফেসনাল ফেসবুক হ্যাকার হন তাহলে তো কথাই নাই।
আজকে আমি আপনাদের কিছু ফেসবুক হ্যাকিং অ্যাপ দেখব। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রী অ্যাপ গুলোর চেয়ে পেইড এপস বেশি কার্যকর। ভালো কিছু পেতে হলে কিছু তো দিতেই হয়।
প্লে স্টোরে বিনামূল্যে অনেক অ্যাপ পেয়ে যাবেন যেগুলো হ্যাকিং অ্যাপ নামেই থাকে। কিন্তু এগুলো আপনাকে অন্যের ফোন হ্যাক না করে নিজের ফোন টাই করতে পারে। অন্যের হ্যাক করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলবেন। তাই আবারো বলছি ফ্রী অ্যাপ গুলোর চেয়ে পেইড এপস ইউজ করা বেশি ভালো।
চলুন শুরু করি। সব কিছুর লিংক কোথায় পাবেন সেটা শেষে বলা হবে।
• Spyzie
এটি একটি জনপ্রিয় ওয়েব সাইট। অ্যাপ ডাউনলোড করার আগে আপনাকে ওদের ওয়েব সাইটে গিয়ে একাউন্ট খুলতে হবে। ওখানে ঢুকলে নিচের মত pricing plan দেখতে পারবেন।
যত বেশি খরচ করবেন তত বেশি সুবিধা পাবেন। এটি অনেক পরিচিত ওয়েবসাইট তাই স্ক্যাম এর সুযোগ নেই।
• PasswordRevelator
এটি সকল অ্যাপ থেকে আলাদা। আপনি এখান থেকে সুবিধা না পেলে আপনাকে মনে ব্যাক গ্যারান্টি দিবে।
নতুন ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড এখানে জমা হয় এবং প্রতিনিয়ত আপডেট হয়। ফেসবুক ছাড়াও অন্যান্য সোসিয়াল মিডিয়া র পাসওয়ার্ড ও ক্র্যাক করার সুবিধা পাবেন ব্যাবহার কারীরা।
• Free Mobile Tracker
এটি সব চেয়ে পরিচিত এবং কার্যকর টুল। এর প্রধান বিশেষত্ব হচ্ছে অ্যাপটি সম্পূর্ণ ফ্রী। এটি ব্যাবহার বা ইনস্টল করার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না।
এদের website এ গিয়ে শুধু একাউন্ট করে অ্যাপটি ডাউনলোড করলেই এটি ব্যাবহার করতে পারবেন।
লিংক:
Spyzie- Spyzie
Passwordrelevator-Password Revelator
Free Mobile Tracker- Mobile Tracker Free
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন