Dropshipping কি?
সোজা কথায় আপনার নিজের স্টোরে কোন প্রোডাক্টের ইনফো রাখলেন এরপর কাস্টমার আপনার স্টোরে ঢুকে সেই প্রোডাক্টটি কিনতে অর্ডার করল এবার আপনি একজন সাপ্লায়ারের নিকট থেকে উক্ত পন্যটি কিনে তা আপনার কাস্টমারের নিকট পাঠিয়ে দিলেন এই প্রসেসটাই ড্রপশিপিং। এবার আসি লাভের কথায়, ধরুন পন্যটি আপনার স্টোরে আপনি $৫০ এ বিক্রয় করতে চাচ্ছেন কিন্তু প্রোডাক্টটির আসল দাম $৩০ এবং কাস্টমার $৫০ দামেই প্রোডাক্টটি কিনবে আপনার স্টোর থেকে তাহলে আপনার লাভ কত হল? হুমম $২০, এটাই আপনার লাভ।
★ Dropshipping করার জন্য কি কি প্রয়োজন?
Dropshipping বিজনেস করার জন্য আপনার কিছু জিনিস প্রয়োজন পরবেঃ
১। আপনার নিজের একটা অনলাইন স্টোর লাগবে। সেজন্য ১টটা ডোমেইন ও একটা হোস্টিং দরকার।
২। আপনি চাইলে Woocommerce ব্যবহার করতে পারেন (WordPress এর একটা প্লাগিন এটা এবং ফ্রিতে পাবেন)
অথবা Shopify ব্যবহার করতে পারেন Cloudbased সার্ভিস এটার জন্য মাসে মাসে ডলার খরচ করা লাগবে।
৩। আপনার একটা পেমেন্ট গেটওয়ে লাগবে, paypal সবচেয়ে ভাল solution কিন্তু আমাদের উক্ত সোনার হরিণটি নাই বিধায় আমরা 2 checkout ব্যবহার করতে পারি। (পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দরকার এই ক্ষেত্রে)
৪। ভাল এবং হট প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। আমরা alibaba.com বা aliexpress.com বা Ebay.com কে ব্যবহার করতে পারি এবং সেখান থেকে Product related ইনফো নিয়ে আমাদের স্টোরে দিতে পারব।
৫। ভাল মানের ভেন্ডর findout করতে হবে যেন অর্ডার করলে সে রেসপন্স করে দ্রুত এবং চাহিদা মাফিক product নির্দিস্ট ঠিকানায় সরবরাহ করে।
কোন সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন