এনএফসি(NFC)কি? কিভাবে কাজ করে? বিস্তারিত আলোচনা

 


আসসালামুয়ালাইকুম। আজকে আমরা NFC সম্পর্কে জানবো। চলুন শুরু করি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।


বর্তমানে অতি দ্রুত জনপ্রিয় হয়েছে এমন একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম এনএফসি (NFC- Near Field Communication) ; যা 2004 সালে সনি, নোকিয়া ও ফিলিপস কর্তৃক প্রতিষ্ঠিত এনএফসি ফোরাম-এর প্রচেষ্টার ফসল ।


এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের (4 সেন্টিমিটার থেকে সর্বোচ্চ 10 সেন্টিমিটার) দুইটি ডিভাইস বা বস্তু পরস্পর নিজেদের মধ্যে বা তারবিহীন ডেটা যোগাযোগ করার এক সেট প্রটোকল। এই প্রটোকল ব্যবহার করে সর্বোচ্চ 424 কিলোবিট/সেকেন্ড গতিতে ডাটা বিনিময় করা যায়। এটি আরএফআইডি (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) প্রযুক্তি ব্যবহার করে 13.56 মেগাহার্টজ ব্যান্ডে ডাটা যোগাযোগ করে।


এনএসসি টেকনোলজি সমৃদ্ধ ডিভাইস বলতে স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরা, টেলিভিশন, টার্মিনাল, ক্রেডিট/ডেবিট কার্ড, টিকিট ইত্যাদিকে বুঝায়। ইদানিং এই প্রটোকল ব্যবহার করে যোগাযোগ করার বিষয়টি জনপ্রিয় হচ্ছে। একটি এনএফসি চিপে স্বল্প পরিমাণ প্রয়োজনীয় ডাটা সংরক্ষণ করতে পারে। সকল যোগাযোগের জন্য এনএফসি সমৃদ্ধ ডিভাইস বা বস্তুদয় ৪ সেন্টিমিটার দূরত্বের মধ্যে স্থাপন করা হয় অথবা একে অপরকে স্পর্শ করে। যে সকল ডিভাইস এনএফসি টেকনোলজি ব্যবহার করে সেগুলো সক্রিয় বা একটিভ এবং নিষ্ক্রিয় বা প্যাসিভ হতে পারে।


নিষ্ক্রিয় বা পেশির ডিভাইসে তথ্য সংরক্ষণ করা থাকে যা অন্য কোন ডিভাইস পড়তে পারে ; তবে ওই ডিভাইস নিজে তার মধ্যে সংরক্ষিত তথ্য পড়তে পারেনা। উদাহরণস্বরূপ সাইনবোর্ডের কথা ধরা যেতে পারে। সাইনবোর্ড তার মধ্যে সংরক্ষিত তথ্য অন্যকে প্রকাশ করতে পারে কিন্তু নিজে এই তথ্য ব্যবহার বা প্রক্রিয়া করতে পারে না।


 সক্রিয় বা একটিভ ডিভাইস তথ্য সংরক্ষণ করতে পারে, অন্য ডিভাইসের তথ্য পড়তে পারে এবং প্রয়োজনীয় তথ্য ট্রান্সমিট বা প্রেরণ এবং তথ্য বিনিময় করতে পারে। তথ্যের নিরাপত্তা নিশ্চিতকল্পে এনএফসি সিকিউর চ্যানেল স্থাপন করে ডেটা কমিউনিকেশন করে এবং ডেটা এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে। এনএফসি সমৃদ্ধ কোন ডিভাইস চুরি হলেও যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে সেজন্য এতে পাসওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। বর্তমানে মোবাইল ফোন, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিভিন্ন ধরনের টোল পরিষদের কার্ড ইত্যাদিতে এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়।


 এনএফসি প্রযুক্তিসমৃদ্ধ দুটি ডিভাইস বা বস্তু পরস্পর এই প্রটোকল ব্যবহার করে যোগাযোগ করার জন্য একটি অবশ্যই থাকতে হবে একটি এন এফ সি রিডার বা রাইটার ও অপরটিতে NFC tag থাকতে হবে। NFC reader/writer একটি সক্রিয় বা এক্টিভ ডিভাইস যা এনএফসি ট্যাগের সাথে যোগাযোগ করার জন্য রেডিও সিগন্যাল তৈরি করে। অন্যদিকে এনএফসি ট্যাগ একটি নিষ্ক্রিয় বা প্যাসিভ ডিভাইস যা নিকটস্থ সক্রিয় ডিভাইসের ম্যাগনেটিক ফিল্ড থেকে শক্তি পায়। এটি একটি পাতলা ডিভাইস যাতে একটি চিপ, মেমোরি ও অ্যান্টেনা থাকে।


এনএফসি প্রযুক্তির ব্যবহার -


•ডেবিট ক্রেডিট কার্ডে


• টোলপ্লাজায় পরিশোধের কার্ডে


• স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে হেলথ কার্ড এ


• বাস বা ট্রেন এর ভাড়া পরিশোধের কার্ডে ইত্যাদি।


আজ এপর্যন্তই। পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

1 টি মন্তব্য: