WiMax সম্পর্কে বিস্তারিত আলোচনা


 ওয়াইম্যাক্স শব্দটি 2001 সালের জুন মাসে ওয়াইম্যাক্স ফোরাম কর্তৃক গঠিত হয়। এর পূর্ণরূপ হল worldwide interoperability for microwave access । ওয়াইম্যাক্স হচ্ছে একটি যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগলিক অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। 



 ২০০৫ সালে ওয়াই ম্যাক্স রিভিশন ৪০মেগাবিট/সেকেন্ড পর্যন্ত রিট প্রদান করে যা 2001 সালে ১ গেগাবিট/সেকেন্ড পর্যন্ত প্রধান করতে সক্ষম হয়। একে চতুর্থ জেনারেশনের মোবাইল প্রযুক্তির অংশ বা তার বিহীন যোগাযোগ প্রযুক্তির 4G ও বলা হয়। ওয়াইম্যাক্স 75 মেগাবিট/সেকেন্ড পর্যন্ত ডাটা ট্রান্সফার রেট প্রধান করে যা সাধারন কেবল মডেম এর তুলনায় দ্রুত।



 ওয়াইম্যাক্স এর সুবিধা সমূহ -


•বিভিন্ন রকমের ডিভাইসের মাধ্যমে গ্রাম ও শহরের স্হানান্তর যোগ্য মোবাইল ব্রডব্যান্ড সংযোগ প্রদান করে।

• কোন ভৌগলিক অঞ্চলের শেষ প্রান্ত পর্যন্ত ব্রডব্যান্ড এ প্রবেশ নিশ্চিত করতে কেবল ও ডিজিটাল সাবস্ক্রাইবার লাইনের তারবিহীন বিকল্প পদ্ধতি হলো ওয়াইম্যাক্স। যার ফলে খুব সহজেই ইন্টারনেটে প্রবেশ করা যায়।

• ডাটা আদান-প্রদান, টেলিযোগাযোগ এবং আইপি টিভি সার্ভিস ইত্যাদি বিভিন্ন কাজে ব্যাপক সহায়তা প্রদান করে। 

•ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে ব্যবসা ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ সহায়তা প্রদান করে।

• ইস্মার্ট ব্রিজ এবং মিটারিং ।

• অন্যান্য নেটওয়ার্কের তুলনায় অপেক্ষাকৃত কম। • স্পেক্ট্রাল কর্মদক্ষতা যথেষ্ট ভালো।

• ওয়াই ম্যাক্স সেলুলার ফোনের স্থলাভিষিক্ত হয়েছে সামগ্রিক ধারণ ক্ষমতা অপেক্ষাকৃত বেশি।


 অসুবিধাসমূহ -


• ওয়াই ম্যাক্স 50 কিলোমিটার দূরত্বে ৭০মেগাবিট/সেকেন্ড এর বেশি গতি প্রদান করতে পারেনা। দূরত্ব বাড়তে থাকলে অতিরিক্ত বেজ স্টেশনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে খরচ বেড়ে যায়।

• একটি একক সেক্টরে একাধিক সক্রিয় ব্যবহারকারী থাকলে পারফরম্যান্স খারাপ হয়ে।

• দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিগন্যালের সমস্যা দেখা যায় ।

• এর রক্ষণাবেক্ষণ খরচ অপেক্ষাকৃত বেশি।

• অধিক বিদ্যুতের প্রয়োজন বিধায় বিদ্যুৎ খরচ অপেক্ষাকৃত বেশি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন